ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

খতনা করাতে গিয়ে শিশু আহনাফের মৃত্যু: জামিন পেলেন জে এস হাসপাতালের মালিক

খতনার সময় আহনাফ তাহমিদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় জে এস হাসপাতালের মালিক এস এম মোক্তাদির হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো.


আক্তারুজ্জামানের বেঞ্চ জামিন দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।খতনার সময় আহনাফ তাহমিদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় জে এস হাসপাতালের মালিক এস এম মোক্তাদির হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।


মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ জামিন দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।


এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে খতনার সময় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) আহনাফের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা ফখরুল আলম। মামলার পরপরই মোক্তাদিরসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আহনাফ মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।


মোক্তাদির জে এস হাসপাতালের পরিচালক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জন।

ads

Our Facebook Page